রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
নান্দাইলে জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)পুলিশ অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ীরা হামলা করলে এক ডিবি সদস্য গুরুতর অাহত হয়।এঘটনায় ডিবি পুলিশ স্থানীয় ৭ যুবককে গ্রেফতার করে কোর্টে সোর্পদ করলে অাদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃতরা হল,শরিফুল ইসলাম সুজন(২৫) সাং কাকচর,অাবুল কাসেম(৩০)গ্রাম সাভার,অানোয়ারুল ইসলাম(২৫)পৌরসভার চারঅানীপাড়া এলাকা,শ্রী উজ্জল(২৬)সাং ভুইয়াপাড়া,মোহাম্মদ অালী(২৫)সাং চারঅানিপাড়া,হারুন মিয়া চারঅানিপাড়া,অারজু মিয়া(৪৫)সাং সাভার নান্দাইল,ময়মনসিংহ।
ডিবির এসঅাই অাব্দুল জলিল বাদী হয়ে দায়েরকৃত মামলা থেকে জানা যায়।,২০ফেব্রুয়ারি গোপন সংবাদে জানতে পারে যে নান্দাইল পৌরসভার সমূর্থ জাহান কলেজ সংলগ্ন বাইপাস রাস্তায় ২ জন মাদক ব্যবসায়ী একটি সবুজ রঙের রেজিঃবিহীন রাজলক্ষী নামে সিএনজিতে মাদক বিক্রি করতে অপেক্ষা করছে।জেলা গোয়েন্দা পুলিশের এসঅাই অাব্দুল জলিল ও সাইফুল ইসলাম সঙ্গীয়ফোর্সসহ গাড়ীযোগে অাসাকালিন ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের নান্দাইল ফিসারি সংলগ্ন রাস্তায় গাছ ফেলে রেখে ব্যারিকেট সৃষ্টি করে রাখতে দেখে।ডিবি পুলিশ গাড়ী থেকে নেমে রাস্তা থেকে গাছ সরাতে চাইলে।অতর্কিতভাবে দক্ষিণ দিক থেকে ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা শুরু করে।তখন অাত্মরক্ষার্থে ৫ রাউন্ড কার্তুজ ফায়ার বর্ষণ করে।এতে হালাকারিরা দৌড়ে পালিয়ে যায়। হামলায় অাহসান হাবিব নামে এক ডিবি সদস্য অাহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এজাহারে অারো উল্লেখ করা হয়েছে,এঘটনার পর নান্দাইল থেকে ময়মনসিংহ ডিবি অফিসে ফেরার পথে ডিবির গাড়িটি ঈশ্বরগঞ্জ বাসষ্ট্যান্ড পৌছামাত্রই ১৫/২০ জন লোক গাড়ি ব্যারিকেট দেওয়ার চেষ্টা করে।চালক তা অতিক্রম করে যেতে সক্ষম হয়।বিষয়টি ডিবির এসঅাই অাব্দুল জলিল মোবাইল ফেনে নিশ্চিত করেছেন।