শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সৌদি নারীরাও সেনাবাহিনীতে নিয়োগ পাবেন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র বাহিনীতে এখন থেকে সৌদি নারীরাও যোগদানের সুযোগ পাবেন। পুরুষের পাশাপাশি সৌদি নারীদের জন্য আবেদনের সুযোগ রেখে সামরিক বিভাগে ভর্তির আবেদন প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় সৈনিক থেকে সার্জেন্ট পদ মর্যাদায় বিভিন্ন বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন নিয়োগপ্রাপ্তরা। সৌদির সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ক্ষেপানাস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর চিকিৎসা সেবায় কাজের সুযোগ থাকবে।

সেনাবাহিনীতে নিয়োগ পেতে আবেদনকারীদের অবশ্যই নির্দিষ্ট পক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে। শারীরিক গঠন আকৃতি ও বয়সের বিধি-নিষেধ উত্তীর্ণ হওয়ার পর তাদের নিয়োগ দেওয়া হবে। নারীকে উচ্চতায় ১৫৫ সেন্টিমিটার ও বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর পুরুষকে উচ্চতায় ১৬০ সেন্টিমিটার ও বয়স ১৭ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া বিদেশিকে বিবাহকারী কেউ সামরিক বিভাগে আবেদন করতে পারবে না।

সৌদির অপারেটিং সিস্টেমস বিশেষজ্ঞ হালাহ আল নাবাবি বলেন, ‘গত তিন দশক ধরে আরব দেশগুলোতে নারীদের সামরিক বিভাগে নিয়োগের বিষয়টি অত্যন্ত বিতর্কিত ছিল। কিন্তু কিং সালমানের সুদূরপ্রসারী পরিকল্পনায় এখন প্রশাসন ও সামরিক বিভাগের সব ক্ষেত্রে নারীরা ভূমিকা পালনের সুযোগ পাচ্ছে।’

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ রহমাহ আল খায়রি জানান, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, সামরিক বিভাগে নারীর ভূমিকা থাকা খুবই জরুরি। এর মাধ্যমে তারা আমাদের সমাজে বড় অবদান রাখার সুযাগ পাবে। নারীরা যুদ্ধ করেছে এমন কিছু আমরা ইতিহাসে শুনিনি। তবে তারা মানুষের শুশ্রূষা করেছে। বেশির থেকে বেশি তারা প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ বা বিভিন্ন ইউনিট নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে। যুদ্ধক্ষেত্রে পুরুষরাই মূলত কাজ করেছে।’

সূত্র : আরব নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com