মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
সুইজারল্যান্ড একটি ব্যাংকের সামনে দুর্বৃত্তের গুলির ঘটনা ঘটেছে। সুইস মিডিয়ায় প্রকাশিত ছবিতে ঘটনাস্থলের সামনে রাস্তার পাশে দুই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, জুরিখের ইউরোপাল্লি এলাকার ইউবিএস ব্যাংকের একটি শাখার সামনে এ গুলির ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের ভয়ের কোনো কারণ নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা চার থেকে পাঁচটি গুলির আওয়াজ পেয়েছেন। তবে প্রাথমিক ঘটনার কারণ জানা যায়নি।
ঘটনার পর জড়িতদের সন্ধানে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।