রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন
বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের অন্যতম ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া ১৬ তুর্কি নারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে ইরাকের একটি আদালত। গত আইএসের হাত থেকে ইরাকের বিস্তীর্ন ভূখণ্ড উদ্ধার করার পর এ নারীদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
ইরাক ও সিরিয়ায় কয়েক হাজার বিদেশি আইএসের হয়ে যুদ্ধ করেছে। আইএস কোনঠাসা হওয়ার পর তাদের অনেকেই পালিয়ে গেছে কিংবা ধরা পড়েছে।
গত বছর আগস্ট থেকে গ্রেফতার হওয়া কয়েকশ বিদেশি নারীর বিচার করছে ইরাক সরকার। এই নারীদের অনেকের সঙ্গে তাদের সন্তানরাও রয়েছে।
গতকাল রবিবার ইরাকি আদালতে এ ১৬ জনের মৃত্যুদণ্ড ছাড়াও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
এসব নারী আইএস যোদ্ধাদের বিয়ে করার কথা স্বীকার করেছেন। সন্ত্রাসী হামলায় আইএস যোদ্ধাদের সহায়তা করেন তারা।
সূত্র : সিএনএন