মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

দেশে মাথাপিছু বার্ষিক আয় ১ লাখ ৮৯ হাজার টাকা

দেশে মাথাপিছু বার্ষিক আয় ১ লাখ ৮৯ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন মাথাপিছু বার্ষিক আয় বেড়ে ১ লাখ ৮৯ হাজার টাকায় দাঁড়িয়েছে। সোমবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মন্ত্রিপরিষদের বৈঠকে এই তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন।

মাথাপিছু আয় ৯ শতাংশ হারে বেড়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ মার্কিন ডলার। এর আগে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার।’

মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৯ হাজার টাকা।

প্রাথমিক তথ্য বলছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার এখন ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। যেটা আগের অর্থবছরে ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৫৮ কোটি টাকা।

বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com