শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: করোনায় ক্ষতিগ্রস্ত বাস মালিকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ তহবিল থেকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই তহবিলের সিদ্ধান্ত হয়। তবে ঠিক কত সুদে বাসমালিকেরা এই ঋণ পাবেন, সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনায় পরিবহন খাত বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে তাদের জন্য কম সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, একেএম সাজেদুর রহমান খান, আবু ফরাহ মো. নাসের, বোর্ড সচিব মাসুদ বিশ্বাস ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।