বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৭ অপরাহ্ন

ময়মনসিংহে বাইসাইকেলে পুলিশি টহল কার্যক্রম শুরু

ময়মনসিংহে বাইসাইকেলে পুলিশি টহল কার্যক্রম শুরু

মোহাম্মদ সাইফুল আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি): অপরাধ দমন, নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচল, নিরাপদে গন্তব্যে পৌছতে, রাতযাপনে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে ময়মনসিংহ নগরজুড়ে বাইসাইকেলে পুলিশি টহল ব্যবস্থা শুরু হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বিট পুলিশিংয়ে বাইসাইকেল টহল কার্যক্রম বৃহস্পতিবার (৩ জুন/২০২১) উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ।
এসময় ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, নগরজুড়ে বাইসাইকেলে পুলিশি টহল ব্যবস্থা নতুন করে শুরু করা হলেও এটি পুরাতন ব্যবস্থা। বৃটিশ আমলে পুলিশ বাইসাইকেলে এলাকায় টহল দিতো। বিশ্বের অনেক উন্নত দেশেও এখনো এই কার্যক্রম চালু আছে।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বলেন, বিভিন্ন অলিতে-গলিতে লুকিয়ে থাকা অপরাধী ও কিশোর অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে নিয়মিত পুলিশী টহল ডিউটির বাইরে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় রেঞ্জ ডিআইজির সহযোগীতায় বাইসাইকেলে টহল ডিউটির পরিকল্পনা নেয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ডঃ আক্কাস উদ্দিন ভুইয়া, রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, হাফিজুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ,  ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান সহ অন্যান্য পুলিশ কমকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমে কিশোর অপরাধী চিহ্নিত ও আইনের আওতায় আনা সহজ হবে এবং জনগণের মাঝে পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com