শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান! নবান্ন উৎসব ঘিরে জমে উঠেছে কালাইয়ে মাছের মেলা
আপনি দেশকে ভালোবেসেও সরকারকে ঘৃণা করতে পারেন: পাওলো কোয়েলহোর

আপনি দেশকে ভালোবেসেও সরকারকে ঘৃণা করতে পারেন: পাওলো কোয়েলহোর

ভিশনবাংলা ডেস্ক: ব্রাজিলের জায়ার বলসোনারো সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ‘দ্য অ্যালকেমিস্ট’-খ্যাত লেখক পাওলো কোয়েলহো। সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ সরব কোয়েলহো। সেখানে তার রয়েছে লাখ লাখ অনুসারী। এ সব মাধ্যমে রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশেও কোয়েলহোর সুখ্যাতি রয়েছে। এবার সংক্ষিপ্ত পোস্টে দেশ ও সরকারকে আলাদা করেছেন তিনি, প্রসঙ্গ ব্রাজিল। বাংলাদেশ সময় রবিবার দিবাগত মধ্যরাতে এক পোস্টে বিখ্যাত এ লেখক বলেন, আপনি দেশকে ভালোবেসেও সরকারকে ঘৃণা করতে পারেন।

এ পোস্টে ১৩ ঘণ্টার মাঝে ১ লাখ নয় হাজারের বেশি রিয়্যাক্ট পেয়েছেন লেখক। মন্তব্য ও শেয়ার হয়েছে হাজার হাজারবার। মন্তব্যের ঘরে তিনি নিজের অবস্থান আরও পরিষ্কার করেন। পাওলো কোয়েলহো বলেন, ব্রাজিলের সরকার কট্টরপন্থীদের নিয়ে গঠিত, তারা আমার দেশকে ধ্বংস করছে। আমরা স্বৈরতন্ত্রের মধ্যে শেষ হয়ে যেতে পারি, কিন্তু আমি নীরব থাকতে পারি না। ব্রাজিলের ডানপন্থী বলসোনারো সরকার নানা কারণে সমালোচিত। বিশেষ করে সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া দেশ জুড়ে ক্ষোভের সঞ্চার করেছে। করোনা প্রতিরোধে চূড়ান্ত অব্যবস্থাপনা ফুটে উঠেছে ল্যাটিন আমেরিকার দেশটিতে। ব্রাজিলে এ পর্যন্ত ৪ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে মারা গেছে। যা বৈশ্বিক মৃত্যুর দিক থেকে দ্বিতীয়। ২১ কোটি মানুষের এ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭০ লাখের মতো। পাওলো কোয়েলহোর জন্ম ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে। ভালোবাসা, আধ্যাত্মিকতা ও দর্শন মেলবন্ধনে লেখা তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস ‘দ্য অ্যালকেমিস্ট’ বিশ্বের ৮০টির বেশি ভাষায় অনূদিত হয়েছে, ছাপা হয়েছে লাখ লাখ কপি। তার সর্বশেষ বই ‘দ্য আর্চার’ প্রকাশ হয়ে ২০২০ সালে। বইটি প্রকাশের পরপরই পাঠকপ্রিয়তা অর্জন করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com