সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ভাড়া বাসা থেকে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ উপজেলার নয়াপাড়ার করড়া গ্রামের জনৈক বাবুল চৌধুরীর ভাড়াটিয়া বাসা থেকে নারী শ্রমিক অনিতা সরকার (১৯) এর লাশ উদ্ধার করে রোববার ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
পুলিশ জানায়, অনিতা সরকার স্থানীয় এসএম স্পিনিং মিলের নারী শ্রমিকের কাজ করত। সে নাসিরনগর উপজেলার আলাকপুর গ্রামের হরিপদ সরকারের মেয়ে। গত ৬ মাস পূর্বে অনিতা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ফিরারবাড়ি গ্রামের চিত্ত রঞ্জন বাড়ৈ এর ছেলে বাদল বাড়ৈ কে বিয়ে করে নয়াপাড়ার করড়া গ্রামের বাবুল চৌধুরীরর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে স্বামী ও স্ত্রী ওই কারখানায় কাজ করত। অনিতার মা বাসনা রানি সরকার জানান, শনিবার কর্মস্থল থেকে কাজ শেষে বাড়ি ফিরে। বিকেলে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার জানান, ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নজরুল ইসলাম খান