শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

মগবাজারে বিস্ফোরণ ঘটনায় হত্যার অভিযোগ এনে পুলিশের মামলা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৩৮

নিজস্ব প্রতিবেদক: বিকট শব্দে রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে সাতজনের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) রমনা থানায় পুলিশ বাদী হয়ে ওই মামলা দায়ের করে। প্রাথমিকভাবে জানা গেছে, মামলায় অবহেলাজনিত প্রাণহানির অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় পুলিশ মামলা করেছে।

উল্লেখ্য, গত রবিবার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ সাত জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ১৭ জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

এ দিকে, ফায়ার সার্ভিসের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে জানা যায়, মোট ৬৬ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়ার গেছে। এর বাইরে অর্ধশতাধিক আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com