শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৬ বছরের কন্যাশিশু লালসার শিকার হয়ে হাসপাতালে ২ লাখ টাকার চুক্তিতে খুন করে প্রবাসীর স্ত্রীকে গোপালগঞ্জে টেন্ডার ছাড়াই স্কুলের ঘর-মালামাল বিক্রি শাহজাহানপুরে এক যুবককে বলাৎকার: ধর্ষণে দণ্ডিত পিতার পথেই হাঁটছে ছেলে জাহাঙ্গীর! বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ঋতুপর্ণার জোড়া গোলে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে সরকারি অনুদানের টাকা নিয়ে রোগীদের হয়রানির অভিযোগ বাগমারায় পথশিশু ধর্ষণ: সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার
ইভ্যালির অফিসে তালা: সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ইভ্যালির অফিসে তালা: সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ: দেশে করোনাভাইরাস হানা দেয়ার পর থেকে সরকারি ‘বিধি-নিষেধ’ মেনে অফিস করে আসছে দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। তবে বর্তমানে করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হওয়াতে ‘বিধি-নিষেধ’ শিথিল হলেও ওয়ার্ক ফ্রম হোম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির কর্মীরা। প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম অনলাইনে চলমান থাকায়, অনেকেই সরাসরি অফিসে গিয়ে অফিস বন্ধ পান। আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অনেকেই পক্ষে-বিপক্ষে নানা মতামত তুলে ধরেন। অনেকেই মনে করেন প্রতিষ্ঠানটি হয়তো তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তবে সকল প্রশ্নের জবাব দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে মাধ্যমে জানান, ইভ্যালির অফিস কার্যক্রম অনলাইনে বাসা থেকে চলছে। তাদের সকল সেবা সাবলীলভাবে চলমান রয়েছে।

এরই মধ্যে প্রতিষ্ঠানটি একটি জরুরি নোটিশ প্রদান করেছে। সেখানে বলা হয়েছে নিজ ঘরে বসে প্রতিষ্ঠানটির কর্মীরা অফিস কার্যক্রম পরিচালনা করছেন। চলছে পুরোদমে ডেলিভারি কার্যক্রম। গ্রাহকদের সুবিধায় খোলা রয়েছে কাস্টমার কেয়ার।

ইভ্যালির পক্ষ থেকে দেয়া নোটিশ নিম্নে দেয়া হলো-

এদিকে, ইভ্যালিসহ ১৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের তদন্তে নেমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে সিআইডি। এগুলোর একটি ‘ধামাকা’র ব্যাংক হিসাব জব্দে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে গোয়েন্দা সংস্থাটি। অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইভ্যালি ছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো- আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com