সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা উপলক্ষে যানজটের কবলে পড়েছে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। পারের অপেক্ষায় রয়েছে দুই হাজারেরও বেশি যানবাহন।
এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যানবাহনের চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আজ শনিবার (১৭ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটে অন্তত দুই হাজারেরও বেশি যানবাহন পারের অপেক্ষায় আছে। সাধারণ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় বেড়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়ার ঘাট এলাকায় যানবাহনের চার কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ সারি দেখা দিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়ছেন যাত্রীরা।
এদিকে, যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে বলে জানা গেছে।
যাত্রীরা জানান, বাসে অতিরিক্ত ভাড়া দিয়েও অন্যজনের সঙ্গে বসতে হয়েছে পাশাপাশি। আবার ঘাটে এসে পড়তে হয়েছে ভোগান্তিতে। ছয়-সাত ঘণ্টা অপেক্ষা করছেন জানিয়ে অনেকে বলেন, কখন ফেরি ধরা যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের ভেতর।
ঘাটের ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, যানবাহনের চাপের কথা চিন্তা করে সবগুলো ফেরি পরিচালনা করা হচ্ছে। কর্মচারী ও কর্মকর্তারা অতিরিক্ত সেবা দিয়ে যাচ্ছেন। পরিবহন এবং ছোট ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।