মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
শাহ মোস্তফা কামাল:
করোনার সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে মুন্সিগঞ্জের লৌহজং-এর গোয়ালিমান্দ্রায় বসেছে সাপ্তাহিক হাট। হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই । আজ (২৭ জুলাই ২০২১) দুপুরে সরেজমিনে ঘুরে হাটের চিত্র দেখা যায়। হাটে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই।
হাটকে কেন্দ্র করে খুলে বসেছে বিভিন্ন করমের পন্যের দোকান। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও ছিল পকেটে। অনেকের মাস্ক ছিল থুতনির নিচে। কেউ মানেনি সামাজিক দূরত্ব। এই পশুর হাটের ইজারাদার মো. বাবু হাট বসানোর কথা স্বীকার করলেও স্বাস্থ্যবিধি না-মানার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।