শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
সরকারীভাবে ভুট্টা ক্রয় ও প্রক্রিয়াকরণ কেন্দ্র না থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন লালমনিরিহাটের চাষিরা।
মাত্র কয়েক বছর আগেও তিস্তা ধরলার চরগুলো ছিলো বালুর আচ্ছাদনে ঢাকা। সেই মৃত চরের বুকে এখন সবুজের সমারোহ। অল্প সময়ে কম খরচে ভুট্টা চাষ করে স্বাবলম্বি হওয়ায় এখানকার কৃষকরা হাসছেন সফলতার হাসি।
জেলা প্রশাসন ভুট্টাকে ব্র্যান্ডিং শস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সরকারিভাবে ভুট্টা ক্রয় ও ভুট্টা প্রক্রিয়াকরণ কেন্দ্র না থাকায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।
সার, বীজ, কীটনাশক সরবরাহসহ চাষিদের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি সংকট নিরসনে চেষ্টা করছে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসন।