মঙ্গলবার, ২২ Jul ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেললন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য পড়ে শোনান ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য লুৎফুন্নাহার লাকী। তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল তাকে এবং তার ছোট বোন ও জেলা মহিলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার কে জড়িয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবী করেন এ বিষয়ে কোতোয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আদালতে পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।