সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
মোঃ মাসুদ আলম (ময়মনসিংহ প্রতিনিধি) : ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। সোমবার (২৩আগস্ট) গৌরীপুরের শালীহর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার শালীহর গ্রামের সিদ্দিকের ছেলে মো. জামালের(৩৬) এক বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, মৃত রজব আলীর ছেলে স্বপন মিয়াকে (৪০) ৫ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং সুরজ আলীর ছেলে মাসুদ মিয়াকে (৩৫) ৫ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন গৌরীপুর থানার পুলিশ।