বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং
১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে বিএমএসএফের তিন দিনের আল্টিমেটাম

১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে বিএমএসএফের তিন দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমনসহ ১১ জন বরেণ্য সাংবাদিকের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত মানহানি মামলা প্রত্যাহারে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। তারা ২১আগষ্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত হুইপ শামসুল হক চৌধুরীর পদত্যাগ দাবি করে এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে লাগাতর আন্দোলন কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বিএমএসএফের যুগ্ম সম্পাদক আনিসুল লিমন, ঢাকা জেলা উত্তরের সভাপতি আবদুল্লাহ আল মামুন, ঢাকা দক্ষিণের সভাপতি নাসির উদ্দীন পল্লব, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদ ইমতিয়াজ উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির পরিচালক জয়নাল আবেদীন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোহেলী পারভীন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমূখ।

সমাবেশে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। যে কারণে আমরা আন্দোলন কর্মসূচী পালনে বাধ্য হচ্ছি। বিপদে পড়লে সকলেই সাংবাদিকদের কাছে আসেন। রিপোর্ট পক্ষে গেলে সাংলাদিকরা ভালো, বিপক্ষে গেলে খারাপ। বিপক্ষে গেলেই মামলা-নির্যাতন শুরু হয়। এটা কোনভাবেই সহ্য করা হবে না। স্বাধীনতার পক্ষে, শোষণের বিরুদ্ধে, সমতার জন্য সাংবাদিকদের লেখনি চলবে। কোন অপশক্তি সাংবাদিকদের সাহসী লেখনি বন্ধ করতে পারবে না। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসনের পাহারাদার এই সাংবাদিকদের বিরুদ্ধে দ্বায়েরকৃত মামলা আগামী তিন দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলা করায় প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যত্থায় লাগাতর কর্মসূচী ঘোষণা করা হবে।

সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে সভাপতির বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শুধু ঢাকা নয়, সারাদেশে ৫০০ উপজেলায় এক যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। তিন দিনের আল্টিমেটাম শেষে বৃহত্তর কর্মসূচী দেওয়া হবে। তিনি আরো বলেন, কোপা শামসু ২১ আগষ্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ছিলো। মহাজোটকে ম্যানেজ করে এখন এমপি হয়েছে। জাতীয় সংসদের হুইপও হয়েছে। ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি-লুটপাট চালিয়ে যাচ্ছে। সরকারের সুনাম রক্ষায় তিনি অবিলম্বে হুইপ শামসুল হক চৌধুরীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে মামলা করায় দেশের স্বনামধন্য সম্পাদক ও রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগের বিষয়। এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এই ষড়যন্ত্র রুখে দাড়াতে হবে। তারা সম্প্রতি সংবাদ প্রকাশের ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে হুইপ শামসুল হক চৌধুরী কর্তৃক দ্বায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com