মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বালুবোঝাই ট্রলারের সাথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এরই মধ্যে ২১ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে উদ্ধার হওয়া লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।
এর আগে একই দিন বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে ওই নৌ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার ঘাটে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রলারের সাথে সংঘর্ষ হলে নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিছুর রহমান ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে ৭০ থেকে ৮০ জনের মতো যাত্রী ছিল বলে জানা গেছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
এ দিকে, শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করলে আরও এক শিশুর লাশ পাওয়া যায়।