শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক-
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার যৌথ পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে দেশোটির বর্তমান সরকার।
শুধু সাদ্দাম হোসেনের সম্পত্তিই নয় তার শাসনামলের ৪ হাজার ২০০ কর্মকর্তার সম্পত্তিও বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, ইরাকে একটি ‘জবাবদিহিতা ও ন্যায়বিচার সংক্রান্ত কমিশন’ এই তালিকা তৈরি করেছে। এতে সাদ্দাম হোসেন, তার সন্তান, নাতিনাতনী এবং আত্মীয়স্বজনরা আছেন। তাদের সম্পত্তি কি আছে, কোথায় আছে তার এখন খুঁজে বের করার কাজ চলছে।
উল্লেখ্য, ২০০৩ সালে ইরাকে মার্চ-এপ্রিল মাসে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। জুলাই মাসে মসুল শহরে আরেক অভিযানে নিহত হন তার দুই ছেলে উদে ও কুসে হোসেন। এরপর সে বছরই ডিসেম্বরের ১৩ তারিখ তিকরিতের কাছে একটি খামার বাড়িতে মার্কিন সেনাদের হাতে ধরা পড়েন সাদ্দাম হোসেন। মানবতাবিরোধী অপরাধসহ একাধিক অপরাধের দায়ে তার বিচার হয়, এবং মৃত্যুদন্ড দেয়া হয়। ২০০৬ সালের ৩০শে ডিসেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়।