শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
রাজধানীর দারুসসালাম এলাকার উত্তর টোলারবাগে এক নৈশপ্রহরীকে কুপিয়ে খুন কর হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। ওই নৈশপ্রহরীর নাম ওমর ফারুক।
আজ শুক্রবার ভোরে একটি বাসা থেকে ওই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দারুসসালাম থানার এসআই আনোয়ারুল হুদা সাংবাদিকদের বলেন, বাসার নিচের গ্যারেজে রাখা একটি মোটরসাইকেল ছিনতাইকারী নিয়ে যাচ্ছে দেখে বাধা দিলে তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ফলে ঘটনাস্থলেই মারা যান ওই নৈশপ্রহরী