রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় দুপক্ষের গোলাগুলিতে দুই শিশু গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে রামপুরার বাগিচারটেকে এ গোলাগুলিতে আহত হয় তারা।
গুলিবিদ্ধ শিশুরা হল- মো. সোহেল (১১) ও মো. অবদুল মালেক (৭)। রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিক গোলাগুলির ঘটনায় জড়িয়ে পড়া দুপক্ষ কারা তা জানা যায়নি।
স্বজনরা জানান, শিশু সোহেল মাদারটেক থেকে বাগিচারটেক হয়ে রামপুরা যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। একই সময় শিশু মালেক বাসার বারান্দায় খেলার সময় গুলিবিদ্ধ হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ শিশুদের রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশংকামুক্ত।
রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, গোলাগুলিতে দুই শিশু আহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।