বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক: করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় আদালতের বিচারকাজ আবারও ভার্চুয়ালি করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বিচারকাজ শুরু করে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে ভার্চুয়ালি যেতে হবে। হাইকোর্টের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সশরীরে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হবে।
এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ কয়েকজন আইন কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
প্রধান বিচারপতি আরও বলেন, ভার্চুয়ালি মামলা যে কম নিষ্পত্তি হয় তা কিন্তু নয়, ভার্চুয়ালি বেশিই নিষ্পত্তি হয়।