রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক-
এতদিন মাঠে ময়দানে দলের কর্মসূচি থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সিপিএমে নিজের পদটুকুও ছেড়ে দিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
তার সঙ্গে সঙ্গেই সিপিএমের নতুন রাজ্য কমিটি থেকে সরে দাঁড়ালেন শ্যামল চক্রবর্তী, মদন ঘোষ, দীপক সরকার, অসীম দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়, বাসুদেব আচারিয়ার মতো এক ঝাঁক বর্ষীয়ান নেতা।
মোট ২০ জন পুরানো নেতা বাদ গিয়ে নতুন মুখ এসেছে ১৭ জন। উপজাতি নারীর জন্য একটি পদ ফাঁকা রাখা হয়েছে। রদবদলের পরে ‘বৃদ্ধতন্ত্রের পীঠস্থান’ বলে পরিচিত সিপিএমের রাজ্য কমিটির সদস্যদের গড় বয়স দাঁড়াল সাড়ে ৫৭ বছরে। কলকাতায় দলের ২৫তম রাজ্য সম্মেলন থেকে ফের সিপিএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন সূর্যকান্ত মিশ্র।
তিনি বলেন, কমিটির গড় বয়স ধাপে ধাপে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। জেলার পরে রাজ্যেও আমরা সেই লক্ষ্যেই এগিয়েছি। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণেই কমিটি গড়ার চেষ্টা হয়েছে।