শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: আইনজীবী হওয়ার শর্টকাট কোনে মেথড নেই বলে এ পেশার সকলকে পড়াশোনা ও নৈতিকার উপর জোর দিতে বলেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ১৫ দিনব্যাপী ‘বইমেলা-২০২২’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘যখন কোরআন শরীফ নাজিল হয়, আল্লাহর বাণী, জিব্রাইলের মাধ্যমে আমাদের নবীজীর ওপর। প্রথম কথা যেটা ছিলো সেটা হচ্ছে পড়, পড়, পড়। তিনবার পড় বলার পর রাসুল (সা.) বললেন, আমি তো পড়তে জানিনা। তখন জিব্রাইল (আ.) তাকে চেপে ধরেন। যাই হোক পড় শব্দটা মানে কি? কিছু জানতে গেলে পড়তে হবে। আপতদৃষ্টিতে মনে হয়, আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। আসলে কিছুই পড়িনি। যখন পড়তে থাকি, তখন মনে হয় কত অজানা।
আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ভালো আইনজীবী হওয়ার কোনো বিকল্প নেই, পড়াশোনা ছাড়া। পড়তে হবে এবং পড়তে হবে।
মামলার যুক্তিতর্কের সময় শতভাগ সৎ থাকার তাগিদ দিয়ে প্রধান বিচারপতি বলেন, শুধু মক্কেলের দিকে তাকিয়ে কোর্টকে মিসলিড করে কোনো অর্ডার নেওয়া নৈতিক না। কোনোভাবেই নৈতিক নয়।