শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ই-কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জে পণ্য কিনতে গিয়ে ৫১ জন গ্রাহকের ৩ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকার পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। ওই টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ই-কমার্স কাস্টমারস অ্যাসোসিয়েশন এবং ই-অরেঞ্জের ৫১ গ্রাহকের পক্ষে আজ শনিবার এ নোটিশ পাঠান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
বাণিজ্য সচিব, অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যংকের গর্ভনর, নগদ, বিকাশ, এসএসএল কমার্জ পেমেন্ট গেটওয়েসহ ১২ জনকে এই নোটিশ দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
গ্রাহকদের টাকা ফেরত, দুদকের মাধ্যমে ই–অরেঞ্জ কর্তৃক পাচারকৃত অর্থের পরিমাণ নিরুপণ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাণিজ্য মন্ত্রণালয় ই-অরেঞ্জের গ্রাহকদের স্বার্থ রক্ষায় কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সেটিও নোটিশে জানাতে বলা হয়েছে।
এ ব্যাপারে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, ‘ই–কমার্স প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ ফেরত প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। গত কয়েক বছরে সরকারের কার্যকর নজরদারির অভাবে ই-অরেঞ্জ গ্রাহকদের প্রলুব্ধ করে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। নোটিশের প্রাপকেরা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না।’