বুধবার, ২৩ Jul ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৭ জন রাসিকের সব উন্নয়নকাজ বন্ধ করে দিলেন ঠিকাদাররা এখনও ৬ মরদেহের পরিচয় শনাক্ত হয়নি রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির বিমানটি ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিতে চেয়েছিলেন পাইলট প্রো-অ্যাকটিভ হাসপাতালে বিল নিয়ে অনুসন্ধানে গিয়ে সাংবাদিকের ওপর হামলার চেষ্টা, কমিশন বাণিজ্যের অভিযোগে তোলপাড় উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১৯, আহত অর্ধশতের বেশি— ফায়ার সার্ভিসের ডিজি সুমন-সোলাইমান-রনির নেতৃত্বে কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি ঘোষণা গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের খাদ্যবহরেও হামলা স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে হবে: আদিলুর রহমান খান
কুমিল্লায় ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ নিহত ৫

কুমিল্লায় ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে ড্রামট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চালক ও যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন।

কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

নিহতরা হলেন- অটোরিকশাচালক জুলহাস মিয়া, যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল হোসেন, সাইফুল ইসলাম এবং অটোরিকশার যাত্রী আলমগীর হোসেন।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, নিহতরা সকলেই আশপাশের এলাকার বাসিন্দা।

তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় জানতে পারিনি। আমরা নিহতদের পরিবারকে খবর দিয়েছি।

তিনি বলেন, কুমিল্লামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে একইমুখী একটি ড্রামট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ২ জন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর আহতরা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com