রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

মাজার থেকে ফেরার পথে ট্রাকচাপায় ঝরল ২ প্রাণ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকচাপায় আউয়াল (৫০) ও ফয়েজ (৪৫) নামে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আউয়াল জেলার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে এবং ফয়েজ একই গ্রামের হেকিম বেপারীর ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com