শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
রবিউল হক (কুয়েত):
দূর প্রবাসে থাকলেও বাঙালি ঐতিহ্য, বাঙালি সংস্কৃতিতে সচেতন প্রবাসীরা। তাই দূর দেশেও পহেলা বৈশাখ বর্ষবরণে বৈশাখী মেলা উদযাপন কমিটি বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৭শে মে রোজ শুক্রবার আব্বাসিয়া ট্যুরিষ্টিক পার্কে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে ।
দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী বাউল, ভাটিয়ালী, লালন, হাসন রাজার গান, আবৃত্তি, নৃত্য, শোভাযাত্রা, পিঠা উৎসব এবং খেলাধুলার আয়োজন করা হয়েছে।
বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
সকল প্রবাসীদের জন্য উন্মুক্ত সময় : সকাল ৮ ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত।