শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ঢাকার প্রগতি সরণিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯১তম শাখার উদ্বোধন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
নিউজ ডেস্ক: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ০৬ জুন, ২০২২ তারিখে ঢাকার প্রগতি সরণিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯১তম শাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনলাইনে এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও উৎকর্ষ ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com