শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
অর্থ-বাংলা ডেস্ক: সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও ডেলিভারি টাইগার লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক ডেলিভারি টাইগারকে ইএফটি, এনপিএসবি চ্যানেল ব্যবহার করার সুযোগ দেবে। এতে ডেলিভারি টাইগার কর্পোরেট পেমেন্ট মডিউলের মাধ্যমে সারাদেশে তাদের পরিবেশকদের স্বয়ংক্রিয়ভাবে অর্থ স্থানন্তর করতে পারবে।
সাউথইস্ট ব্যাংকের অটোমেটেড ইন্টিগ্রেটেড পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ডেলিভারি টাইগার সাপ্তাহিক ছুটি-সহ সপ্তাহের প্রতিদিন হাজার হাজার অনলাইন এসএমই বিক্রেতার যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত সিওডি পেমেন্ট বিতরণ করতে পারবে।
চুক্তি অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং ডেলিভারি টাইগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. ফাহিম মাশরুর চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।