মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা

পদ্মা সেতু : ২০ দিনে আদায় ৫২ কোটি ৫৫ লাখ টাকা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক: ২৭ জুন পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে গাড়ি পারাপার শুরুর পর হতে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত ২০ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫২ কোটি ৫৫ লাখ ৩৫ হাজার ৬৫০ টাকা। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে যানবাহন পার হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৩১২টি।

ঈদুল আজহার ছুটিতে ৮ জুলাই (শুক্রবার) পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।

সব চেয়ে কম টোল আদায় হয়েছে গত ১০ জুলাই ঈদের দিন রবিবার। মোট ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। এ দিন গাড়ি পারাপার হয়েছে ১১ হাজার ৯৫৪টি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েব পোর্টাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে প্রথম টোল দিয়ে সেতু পার হন। এর পর ২৬ জুন হতে সর্বসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। প্রথম দিন ২৬ জুন টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি গাড়ির বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। আর জাজিরায় ২৪ হাজার ৭২৭টি গাড়ির বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা। মোট গাড়ি পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি।

২৭ জুন মোট টোল আদায় হয়েছে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। একইভাবে ২৮ জুন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১ শ’, ২৯ জুন ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০, ৩০ জুন এক কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০, ১ জুলাই ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০, ২ জুলাই ১ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৬৫০, ৩ জুলাই ১ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৯৫০, ৪ জুলাই ১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩০০, ৫ জুলাই ২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭০০, ৬ জুলাই ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০, ৭ জুলাই ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০, ৮ জুলাই ৮ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা, ৯ জুলাই ২ কোটি ৭৩ লাখ ৮৮ হাজার ৩০০, ১০ জুলাই ১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৮৫০, ১১ জুলাই ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪০০, ১২ জুলাই ৩ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৪৫০, ১৩ জুলাই ৩ কোটি ৪ লাখ ২৮ হাজার ৪৫০, ১৪ জুলাই ২ কোটি ৯১ লাখ ৪৮ হাজার ৫০ এবং ১৫ জুলাই ৩ কোটি ৬৫ লাখ ৮১ হাজার ৫০ টাকা আদায় হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com