শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য বাণিজ্যিক ঝুঁকি এড়াতে রাশিয়া থেকে সরাসরি নয় বরং তৃতীয় দেশের মাধ্যমে তেল কেনার চিন্তাভাবনা করছে বাংলাদেশ। সম্প্রতি বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া থেকে তেল কিনতে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের পছন্দের তালিকায় রয়েছে প্রতিবেশী ভারত।
নাম প্রকাশে অনিচ্ছুক জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থাটিকে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখন রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। দেশটির আসাম রাজ্যের নুমালিগড় শোধনাগার থেকে পরিশোধিত তেল কেনার বিষয়ে দিল্লির সঙ্গে ঢাকার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে।
তিনি বলেন, দ্বিপক্ষীয় চুক্তি থাকলে এভাবে ব্যবসা করা সম্ভব। এ মাধ্যমে সস্তায় রুশ তেল কেনার সম্ভাব্য ব্যবসায়িক ঝুঁকি এড়ানো যেতে পারে।
পরিশোধিত পেট্রোলিয়াম বিশেষ করে ডিজেল কম দামে বাংলাদেশের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে মস্কোভিত্তিক প্রতিষ্ঠান রুশনেফট। সম্প্রতি এর সম্ভাব্যতা নিয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রতি ব্যারেল পেট্রোলিয়াম ৫৯ ডলারে বিক্রির প্রস্তাব দেয় রুশ প্রতিষ্ঠানটি। বর্তমানে যার বাজারমূল্য ব্যারেলপ্রতি ১০০ ডলার।
পরিবহন খরচসহ এ মূল্যে চট্টগ্রাম বন্দরে পেট্রোলিয়াম পৌঁছে দেয়ার প্রস্তাব দিয়েছে রুশনেফট। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি জ্বালানি মন্ত্রণালয়। এ নিয়ে কোনো মন্তব্য করেননি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।