মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার লক্ষ্মীনগর এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলার ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও ১ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘ শুনানির পর চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।