শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
দেশ সেরা শিল্পউদ্যোক্তাদের অংশগ্রহণে ‘এক্সপার্ট টক’

দেশ সেরা শিল্পউদ্যোক্তাদের অংশগ্রহণে ‘এক্সপার্ট টক’

অর্থনৈতিক প্রতিবেদক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হলো বিশ্বজুড়ে কার্যক্রম চালানো অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির ঢাকা ইস্ট’র উদ্যোগে এবং বিএম এলপি গ্যাসের সহায়তা দেশের শীর্ষ সফল শিল্পউদ্যোক্তাদের সাথে গত ২৮ অক্টোবর আয়োজিত হয়েছে ‘এক্সপার্ট টক’।

সরকারি উচ্চ-পদস্থ কর্মকর্তা, শিল্পপতি, ক্রীড়াবিদ ও টেক-লিডার্স, দেশের সেরা নারী উদ্যোক্তারা এতে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়েই তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে কথা বলেছেন। এছাড়া স্বাধীনতার পর থেকে এখন অবধি বাংলাদেশের যাত্রা এবং আগামীতে উন্নত দেশের তালিকায় নাম লেখাতে বাংলাদেশের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠানে ছিল ‘প্যানেল ডিসকাশন’ পর্ব। এই পর্বে নিজ নিজ খাতে সাফল্যপ্রাপ্ত অতিথিদের কাছে সরাসরি প্রশ্ন করেছেন অংশগ্রহনকারীরা। এতে কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে টিএএস গ্রুপ, আরআর ক্যাবল ও ডক্টর কই.কম এবং ক্রিয়েটিভ পার্টনার ছিল আইডিয়া গো মার্কেটিং সল্যুশন্স।

অনুষ্ঠানে দেশ সেরা শিল্পউদ্যোক্তাদের মধ্যে এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম, বিকেএমইএ’র ভাইস প্রেসিডেন্ট ফজলী শামীম এহসান, জেসিআই বাংলাদেশ’র প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, বিজিএমইএ’র পরিচালক ভিদিয়া অমৃত খান, ব্যারিস্টার সেহরিন সালাম এফবিসিসিআই পরিচালক হাসিনা নেওয়াজ, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, সানফাই কনস্ট্রাকশন্স’র স্বত্ত্বাধিকারী সানামা ফাইজ; ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ডেসিফার্মার লিমিটেডের চেয়ারম্যান সুমাইয়া মৌসিনিন, ফুডপান্ডা’র এমডি ও কো-ফাউন্ডার আম্বারীন রেজা, পাঠাও ইনক’র সিইও ফাহিম আহমেদ, শপ-আপ চিফ অব স্টাফ জিয়াউল হক, পেপারফ্লাই লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, সানিডেল স্কুলের চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবেক উপদেষ্টা প্রফেসর তানভীর খান, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, স্টামফোর্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর ও চেয়ারপারসন ফারহা নাজ ফিরোজ, আকিজ ভেঞ্চার গ্রুপের এমডি এন্ড সিইও সৈয়দ আলমগীর, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এবং স্মার্ট গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর কবির চৌধুরী, ব্রিটিশ আমেরিকান টোবাকো’র হেড অফ হিউমান রিসোর্সেস সাদ জসিম, দ্যা ডেইলি স্টার’র হেড অফ মার্কেটিং ইমরান কাদির এবং অর্চার্ড গ্রুপের পরিচালক এজাজ মোহাম্মদ উপস্থিত ছিলেন।

‘আর্থ-সামাজিক উন্নয়নের পথে যাত্রা’ এই স্লোগানে উপস্থিত অতিথি ও বক্তাগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। একই সাথে, উপস্থিত জেসিআই ঢাকা ইস্ট ও জেসিআই বাংলাদেশ’র সদস্যরাসহ অনুষ্ঠানে উপস্থিতিও জানান যে আয়োজনটি অত্যান্ত সুন্দর, গোছালো ও তথ্যপূর্ণ ছিল। বক্তাদের আলোচনা তাদের সামনের পথগুলোকে আরও সুচারু করবে বলে সকলেই আশাবাদী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com