সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনের দিন উত্তরা ১৫ নম্বর সেক্টরের উত্তরা পার্ক মাঠে জনসমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের উদ্বোধন করবেন বলে জানা গেছে। ওই দিন সকাল ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে উদ্বোধন করা হবে মেট্রো রেল। এতে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
মেট্রো রেল সূত্র গতকাল বুধবার কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্রের তথ্যানুযায়ী, উত্তরার মেট্রো রেলের ডিপো ও আগারগাঁও এলাকায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না।
এর আগে পদ্মা সেতু উদ্বোধনের সময় মাওয়া প্রান্তে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ওই সমাবেশ থেকেই পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যান প্রধানমন্ত্রী। সেখানে হয়েছিল আওয়ামী লীগের জনসমাবেশ।
ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফ কালের কণ্ঠকে বলেন, ‘ডিপো এলাকা বা স্টেশনে এত মানুষ নিয়ে অনুষ্ঠান করার সুযোগ হবে না। ফলে প্রধানমন্ত্রী আগে জনসভায় যোগ দেবেন। সেখান থেকেই মেট্রো রেলের উদ্বোধন করা হবে। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী স্টেশনে এসে প্রথম টিকিট কেটে ট্রেনে চড়বেন। সে হিসাবে প্রধানমন্ত্রীই হবেন মেট্রো রেলের প্রথম যাত্রী। এখন পর্যন্ত এভাবেই সাজানো আছে আনুষ্ঠান। ’
উদ্বোধনের দিন যাত্রীরা মেট্রো রেলে চলাচল শুরু করতে পারবে না। ২৯ ডিসেম্বর যাত্রী চলাচল শুরু হবে।
ডিএমটিসিএল জানায়, প্রথমে মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়ার কথা ছিল। পরে উত্তরায় খোলা মাঠে অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠান আয়োজনে মঙ্গলবার আন্ত মন্ত্রণালয় সভা হয়েছে। ওই সভায় যার যা দায়িত্ব তা বুঝিয়ে দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্স—এসব বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমটিসিএল সূত্র আরো জানায়, উদ্বোধনের পর কিছুদিন মেট্রো রেল দিনে চার ঘণ্টা চলাচল করবে। এই চার ঘণ্টা একটানা, নাকি সকাল-বিকাল দুই পালায় হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। প্রথম সপ্তাহ চালানোর পর যাত্রী চাহিদা বিশ্লেষণ করে তা ঠিক করা হবে। তবে মেট্রো রেল চলাচল শুরু করবে সকাল ৮টায়।