বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

পুলিশ মিটিং-মিছিলের অনুমতি দেওয়ার কে, প্রশ্ন জাফরুল্লাহর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭

নিজস্ব প্রতিবেদক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রয়োজন সাহস। দেশে পরিবর্তন আনতে হলে সবাইকে সাহসী হয়ে রাস্তায় থাকতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো স্বৈরাচারই টিকতে পারে না, এমন উদাহরণ বিশ্বজুড়ে রয়েছে। ‘

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দল থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের ভাসানী অনুসারী পরিষদে যোগদান উপক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, হাইকোর্টের বিচারপতিরা মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হয়েছেন। হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত। উচ্চ আদালতের আদেশে হাজী সেলিম জামিন পেয়েছে, অথচ খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। ‘

বিএনপির ২৭ দফা কর্মসূচি সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘২৭ দফা হাফ হার্টেড। দেশের প্রতিটি মতামতের প্রতিফল ঘটিয়ে এটিকে সম্পূর্ণ করতে হবে। ২৭ দফা পূরণ করতে হলে, ছোট দলগুলোকে সঙ্গে নিতে হবে। প্রত্যেকটি দলের একাধিক নেতাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার ঘোষণা দিতে হবে। ঘোষণায় আরো পরিষ্কারভাবে বলা উচিত, মিটিং-মিছিলের জন্য কারো অনুমতি লাগে না। পুলিশ অনুমতি দেওয়ার কে?’

তিনি আরো বলেন, সরকারের পররাষ্ট্র নীতি চূড়ান্তভাবে ব্যর্থ, রোহিঙ্গা ইস্যুতে আমদের অবস্থান দুর্বল ছিল। স্বাস্থ্যখাতেও সরকার বিন্দুমাত্র উন্নতি করতে পারেনি। তেল-বিদ্যুতের দাম বাড়িয়ে সেই টাকায় বিদেশে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। জনগণের পক্ষে এই সরকার কিছুই করেনি। ‘

ভাসানী অনুসারী পরিষদের জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ সেলিম, সদস্য অ্যাড. ওহেদুর জামান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা ভাসানী অনুসারী পরিষদে যোগদান করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com