সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য নিউমার্কেট বন্ধ ঘোষণা

এলাহী মাসুদ : অনির্দিষ্টকালের জন্য রাজধানীর নিউমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম।

শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আগুনের কারণে আশেপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।

শনিবার ভোরে নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায়। তবে এখনও আগুন নেভেনি। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।

এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন ও মানুষের ভিড় নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com