বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
নি্উজ ডেস্ক : সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলের শিল্প নগরীর একটি ব্যস্ত শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। শপিং সেন্টারে একটি সিনেমা হল থেকে আগুনের সূত্রপাত ঘটে তা দ্রুত ছড়িয়ে পড়লে এসব প্রাণহানির ঘটনা ঘটে। সোমবার রাশিয়ার বার্তা সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, কেমারোভা নগরীর ওই শপিং সেন্টারে রোববার এ আগুনের ঘটনা ঘটে। এতে এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছে।
এর আগে এতে ৩৭ জনের প্রাণহানির ও ৭০ জনের নিখোঁজের কথা জানানো হয়েছিল।