বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ ২০৪১ রূপকল্পের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশে প্রতিটি নাগরিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ হবে। প্রযুক্তির মাধ্যমেই হবে সব অর্থনৈতিক কর্মকাণ্ড। সরকার প্রযুক্তিগতভাবে স্মার্ট হবে এবং সমাজের সকল স্তরে এর প্রতিফলন হবে।’এ সময় তিনি প্রযুক্তি ও উদ্ভাবন নির্ভর শিক্ষাব্যবস্থাকে স্মার্ট বাংলাদেশ প্রণয়নের অন্যতম অনুষঙ্গ হিসেবে অভিহিত করেন। শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে প্রযুক্তির প্রসারে সরকারের বিভিন্ন পদক্ষেপ উপস্থাপন করেন।
প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ করে দীপু মনি বলেন, ‘ক্রমবর্ধমান ডিজিটাল বৈষম্য সৃষ্টি হচ্ছে। এরই বৈষম্য দূর করতে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।’