সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক মাহবুব আলমের আদালতে নেওয়া হলে তিনি এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি চাঁদকে আদালতে নেওয়ার পর পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত সার্বিক বিবেচনায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ ইউনিট।