বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

আবারও খুলনার মেয়র হলেন আব্দুল খালেক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২১১
নিজস্ব প্রতিবেদক:

তালুকদার আব্দুল খালেক আবারও খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সভাপতি, দুই বারের সাবেক মেয়র, দলীয় মনোনীত প্রার্থী এবারে জয়লাভের মধ্যে দিয়ে কেসিসিতে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। এবারে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল।

সোমবার (১২ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে খুলনা জেলা শিল্প কলা একাডেমির হলরুম থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দিন।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। বিকাল সাড়ে ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু হয়। 

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তালুকদার আব্দুল খালেক পেয়েছেন এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। হাতপাখা প্রতীকের আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

প্রায় এক লাখ ভোটের ব্যবধানে তালুকদার আব্দুল খালেক জয়লাভ করলেন।
তবে ২০১৮ সালের নির্বাচনে তালুকদার আব্দুল খালেক পেয়েছিলেন ১ লাখ ৭২ হাজারের বেশী ভোট। এবার তিনি গতবারের চেয়ে প্রায় ২০ হাজার ভোট কম পেয়েছেন। 

অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙল প্রতীকের জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট; স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান (মুশফিক) পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট এবং গোলাপ ফুল প্রতীকের জাকের পার্টিও এস এম সাব্বির হোসেন পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com