মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
রাজধানীর মিরপুর পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির মালিকের স্ত্রী হাসিন আরা খানম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, ষাটোর্ধ্ব ওই নারীর শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
তিন দিন আগে ওই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে এ নিয়ে দুই জনের মৃত্যু হল।