বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
সোনারগাঁও থেকে প্রতিনিধি: বিএনপি-জামাতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ’-এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন ও শান্তি মিছিল করেছে উপজেলা মহিলা লীগ।
বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে শান্তি মিছিল শেষে সোনারগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সোনারগাঁও উপজেলা মহিলা লীগের নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সভাপতির বক্তব্য রাখেন সোনারগাঁও মহিলা লীগের সভাপতি এডভোকেট নুরজাহান।
এ সময় আরো উপস্থিত ছিলে, সোনারগাঁও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর ইসলাম রুমা, উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা জামান, মহিলা লীগের যুগ্ম সভাপতি আলেয়া জামান, বৈদ্যার বাজার ইউনিয়ন মহিলা লীগের সভাপতি আছিয়া বেগম, সনমান্দী ইউনিয়ন মহিলা লীগের সভাপতি শাহিনা আক্তারসহ উপজেলা মহিলা লীগের নেতাকর্মীরা