বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি—নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জেমসের গানে মাতাল জীবন সঙ্গী নৃত্যশিল্পী নামিয়া আনাম সমুদ্রপথে পাচারের সময় ২৯ জন উদ্ধার, আটক ৩ রাজনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংককে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে: পিআরআই আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ১১ তরুণ-তরুণী আটক সেনা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ শিক্ষকদের বিষয়ে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা দেশজুড়ে বিনিয়োগ: শিক্ষা বিস্তারে জেলা–উপজেলা প্রশাসনকে যুক্ত করছে বিএসইসি এস এম বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান শাহজালালে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি

বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও নিয়ম ভেঙে ৬ বছর একই কর্মস্থলে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৩৫৫

বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও (১৬৩৩৮)। তিনি এখন উপ-সচিব। দায়িত্ব পালন করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে। তবে দুই-চার বছর নয়- ৬ বছর ধরে একই কর্মস্থলে বহাল তিনি। যদিও নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকতে পারেন না। তার দীর্ঘদিন একই কর্মস্থলে থাকা নিয়ে নানা প্রশ্ন ডালপালা মেলেছে।

স্থানীয়রা বলছেন, একই জায়গায় দীর্ঘদিন কর্মরত থাকায় তিনি বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন। কয়েকজন গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও ঠিকাদারের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন দেবেন্দ্র নাথ উরাঁও। গত সোমবার তাকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। এরপর তার বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬শে  সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন দেবেন্দ্র নাথ উরাঁও।

এরপর গত ২০২২ সালের ১লা নভেম্বর পদোন্নতি পেয়ে উপ-সচিব হন। কিন্তু বদল হয়নি কর্মস্থল। পদোন্নতি পাওয়ার পর থেকে একই কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগে উপ-পরিচালক হিসেবে নিযুক্ত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন এক কর্মস্থলে থাকায় দেবেন্দ্র নাথ উরাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে নিজস্ব একটি বলয় গড়ে তুলেছেন। স্থানীয় অদৃশ্য শক্তির আশ্রয়-প্রশ্রয়ে গড়ে তুলেছেন সিন্ডিকেট। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতি তিন বছর পর বদলি হবেন। সাধারণভাবে কোনো কর্মকর্তা একই কার্যালয়ে ৬ বছর থাকতে পারেন না। এটা প্রশাসনিক নীতিমালার লঙ্ঘন। তিনি কেন একই কর্মস্থলে দীর্ঘদিন আছেন তার কারণ খুঁজে বের করা প্রয়োজন। প্রশাসন ও কাজের শৃঙ্খলা বজায় রাখতে কর্মকর্তাদের নিয়মিত বদলি করা উচিত।

একই কর্মস্থলে দীর্ঘদিন থাকলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন জুয়েল। তিনি মানবজমিনকে বলেন, তিন বছর পরপর বদলির নিয়ম থাকলেও নানা কারণে সম্ভব না-ও হতে পারে। তবে একই কর্মস্থলে ৬-৭ বছর থাকলে এক ধরনের সিন্ডিকেশন তৈরি হতে পারে। কর্মকর্তাদের অনিয়মে জড়িয়ে পড়ারও সুযোগ তৈরি হয়। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অফিসে গিয়েও না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, যারা দীর্ঘদিন একই কর্মস্থলে আছে, তাদের বদলির কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি উনার (দেবেন্দ্র নাথ উরাঁও) বদলির বিষয়টিও বিবেচিত হবে। এর আগেও তার বদলির ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু সামপ্রতিক পরিবর্তনের জন্য হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com