সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। এরপর কারখানার গেটের সামনে বিক্ষোভ করেন তারা।
জানা যায়, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, রাত্রিকালীন ডিউটি বিল, বাৎসরিক ও উৎসব ছুটি ইত্যাদি দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি পালন করে। শ্রমিকরা কারখানা ভাঙচুর করতে পারেন- এ আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ কারখানায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন।