সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন
সোহেল রানা,ডোমারঃ
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০শে সেপ্টেম্বর) বাদ আছর থেকে উপজেলার বোড়াগাড়ী বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।
বোড়াগাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ মোঃ নুরনবী ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম, উপজেলা আমীর খন্দকার আহমাদুল হক মানিক, সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল হক প্রমুখ।
মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুস সাত্তার বয়ান পেশ করেন। এছাড়া বিশেষ মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল খালেক ও নীলফামারী মাজলিসুল মুফাসসিরিনের সদস্য মাওলানা মোঃ আবু সাঈদ।