শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

দিনাজপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৪

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৯২

দিনাজপুর প্রতিবেদন: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে ভিমলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যায় নওশিন পরিবহনের যাত্রীবাহী বাসটি। ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ীর ভিমলপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি সেতুর সঙ্গে বাসটির ধাক্কা লাগে। একপর্যায়ে পাশের খাদে পড়ে উল্টে যায় বাসটি। এ সময় ঘটনাস্থলে বাসের একজন যাত্রী নিহত হন।

ফুলবাড়ী থানার ওসি খন্দকার মহিব্বুল জানান, রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ভোরের দিকে বাসটি ভিমলপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় ফুলবাড়ী থানায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com