রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
মোঃজাহাঙ্গীর আলম তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ বাংলার দূত “ক্লিন তাড়াশ, গ্রিন তাড়াশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভিলেজ ভিশন, তাড়াশ শাখার উদ্যোগে তাড়াশ উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস চত্বর ও বাজার এলাকায় ময়লা ও বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে
ময়লা ও বর্জ্য নির্দিষ্ট ঝুড়িতে( ডাস্টবিন) ফেলার জন্যে ডাস্টবিন প্রদান করা হয়।
তাড়াশ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব সুইচিং মং মার্মার সদয় উপস্থিতি ও উদ্বোধন এই কর্মসূচী বাস্তবায়নে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে এবং দায়বদ্ধ করেছে। তাড়াশ উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সহযোগিতার জন্যে আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
ভিলেজ ভিশনের পরিচালক খন্দকার শরীফ ও ভিলেজ ভিশনের সকল স্বেচ্ছাসেবী তরুণপ্রাণদের জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আসুন সবাই মিলে আমাদের চারপাশের ইকোসিস্টেমকে উন্নত ও সমৃদ্ধ করি এবং ক্লিন তাড়াশ, গ্রিন তাড়াশ গড়ে তুলি।