বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান! নবান্ন উৎসব ঘিরে জমে উঠেছে কালাইয়ে মাছের মেলা কটিয়াদীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্বর্ধনা জনগণের ভোটের অধিকার নিশ্চিত না-হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে: রুহুল কুদ্দুস তালুকদার দুলু কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী
নতুন কোন ইট ভাটা অনুমোদন আমরা দেইনি,যদি কেউর অনুমোদনবিহীন ইট ভাটা করে থাকেন তাহলে ভেঙ্গে ফেলার হবে।সৈয়দা রিজওয়ানা হাসান

নতুন কোন ইট ভাটা অনুমোদন আমরা দেইনি,যদি কেউর অনুমোদনবিহীন ইট ভাটা করে থাকেন তাহলে ভেঙ্গে ফেলার হবে।সৈয়দা রিজওয়ানা হাসান

মো:রুবেল মিয়া জেলা প্রতিনিধি টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করেছেন। বুধবার পরিবেশ,বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
ওয়েলফেয়ার ট্রাস্ট দেখতে আসেন।

এসময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সেখানে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক সম্পা সাহা ও ফুল দিয়ে বরণ করেন ভারতেশ্বরী হোমস এর শিক্ষার্থীরা।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন, প্রাকৃতিক বনে বন থাকবে। আপনি যদি সামাজিক বনায়ন করেন, তাহলে চুক্তি স্বাক্ষর করেন উপকারভোগীদের সঙ্গে। এরপর সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে পয়সা বিতরণ করে দেন। বন বিভাগের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না।বনের জায়গা কেউ দখল করিতে পারিবে না।নতুন কোন ইট ভাটা অনুমোদন আমরা দেইনি,যদি কেউর অনুমোদনবিহীন ইট ভাটা করে থাকেন তাহলে প্রশাসনকে বলবো ইট ভাটা ভেঙ্গে ফেলার জন্য।

পরে সৈয়দা রিজওয়ানা হাসান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট ঘুরে দেখেন এবং লাইব্রেরিতে চা চক্র শেষে উপদেষ্টা কুমুদিনী মিলনায়তনে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এরপর ভারতেশ্বরী হোমস, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক বিষয়ে তিনি সন্তুষ্ট প্রকাশ করেন। এসময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, মির্জাপুর কুমুদিনি হাসপাতালের ডেপুটি জেনারেলসহ অন্যান কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com