শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রত্যেক থানায় সিটিজেন ফোরাম গঠন করছে ঢাকা মহানগর পুলিশ ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জুয়া খেলায় বাধা, মালিককে মেরে মাটিতে পুঁতে ঢালাই করে কর্মচারীরা ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন: উপদেষ্টা ফারুক পূর্ব শত্রুতার জেরে নিরিহ পরিবারের উপর হামলা ও বসতবাড়ী ভাঙচুর-লুটপাট হজ্ব করে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৪ জন নিহত, আহত ৬ দেশে টিকার উপযুক্ত ৯৩ শতাংশ মেয়ে পেয়েছে এইচপিভি টিকা পশ্চিম থানা কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর কবর জিয়ারত চাপ বাড়ল বাংলাদেশি পর্যটকদের: রুম ভাড়া দেবে না শিলিগুড়ির হোটেলগুলো
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: অন্যায় যেই করুক, সে যদি বিএনপিরও হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটা যখন নতুন করে গড়ে উঠছে এবং গণতন্ত্রের পথে যে নতুন যাত্রা শুরু হয়েছে কেউ যাতে এই যাত্রাকে ব্যাহত করতে না পারে।”

রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয় আলাইপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তার আগে বিএনপির নেতা নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্যাতনের শিকার আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের (২৫) পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন।

অভিযোগ আছে, বুধবার বড়াইগ্রামের কালিকাপুরে অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবারের লোকজনের সামনে উজ্জ্বলকে প্রকাশ্যে পিটিয়ে পুলিশে দেয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশ উজ্জ্বলকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে ১৫১ ধারায় আটক দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে বিচারক জামিন দেন।

উজ্জ্বলকে প্রকাশ্যে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিএনপি নেতা রিজভী এ প্রসঙ্গে বলেন, “বিএনপির লোক হোক আর যেই হোক অন্যায় করলে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যায় করলে কাউকে পার পেতে দেওয়া হবে না। যে ভিকটিম তাকেই (উজ্জ্বলকে) যদি গ্রেপ্তার করা হয়, এটা বেআইনি কাজ হয়েছে।

“যারা এর জন্য দায়ী সে বিএনপির লোক হলেও তার বিরুদ্ধে পুলিশকে মামলা নিতে বলেছি। যার উপর আক্রমণ হয়েছে, সে কারণে ভিকটিমকেই গ্রেপ্তার করা হয়েছে, আমি চূড়ান্তভাবে এটার বিরুদ্ধে।”

রুহুল কবির রিজভী বলেন, “যারা এই ঘটনার সঙ্গে জড়িত দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতাদের বলা হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থার জন্য থানায় বসে ওসি সাহেবকে বলে এসেছি। জানতে চেয়েছি, কেন এ বিষয়ে এখনো ব্যবস্থা গ্রহণ করেননি তারা। ঘটনায় জড়িত অনেকের নাম পেয়েছি যারা আমাদের দলের নাম ব্যবহার করে কাজটি করেছে, অথচ তারা রাজনীতি করেন না।”

বিএনপি নেতা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে পাঠিয়েছেন বিষয়টি জানার জন্য। ৫ আগস্টের পরে তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের সংযত থাকতে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। তিনি বলেছেন, কেউ যাতে আইন হাতে তুলে না নেয়।

“নাটোরে যার ওপর হামলা হয়েছে, শুনেছি সে বিগত সময় আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিল। কিন্তু তাকে মারধর করা বেআইনি কাজ, এটা তো হতে পারে না। আমরা সেই দল করি না।”

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com